কলকাতা

পক্ষপাতিত্বের অভিযোগে এবার কলকাতায় অপসারিত ৮জন রিটার্নিং অফিসার

নির্বাচন কমিশন এদিন পক্ষপাতিত্বের অভিযোগে শহরের ৮টি বিধানসভা কেন্দ্রের ৮জন রিটার্নিং অফিসারকে অপসারিত করল। এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলের অভিযোগকে গুরত্ব না দেওয়া, একপেশে মনোভাব দেখানো ও নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করা। এমনকি এইসব অভিযোগের জেরে নির্বাচন কমিশন এদের শোকজ করলেও তার উত্তরও এনারা সঠিক সময়ে সঠিক ভাবে দেননি। কার্যত কমিশনের শোকজের চিঠিকেই তাঁরা কোনও গুরুত্ব দেননি। এরপরেই কমিশন এদের পদ থেকে অপসারিত করার পাশাপাশি তাঁদের ভোটের সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। যে ৮জন আধিকারিকের বিরুদ্ধে এদিন কমিশন পদক্ষেপ নিয়েছেন তাঁরা কলকাতা বন্দর, ভবানীপুর, এন্টালি, বেলেঘাটার, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, জোড়াসাঁকো ও চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ছিলেন। এর আগেও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে কার্যত প্রায় একই অভিযোগে সরিয়ে দিয়েছিল কমিশন। এবার একসঙ্গে ৮জন আধিকারিকের বিরুদ্ধে কমিশন কার্যত নজীরবিহীন ভাবে পদক্ষেপ নিল। এর আগে কখনও এতগুলি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরিয়ে দেওয়ার কোনও নজীর নেই রাজ্যের নির্বাচনী ইতিহাসে।