কলকাতা

মাদক কাণ্ডে এবার বিজেপি নেতা রাকেশ সিংকে তলব লালবাজারে

কলকাতাঃ মাদক কাণ্ডে বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামীর অভিযোগের ভিত্তিতে এবার দলের নেতা রাকেশ সিংকে তলব করল লালবাজার। মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে তাঁকে কলকাতা পুলিশের সদর দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।  সোমবার রাতেই কোকেন সহ বিজেপি নেত্রীর গ্রেপ্তারি মামলার তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে নোটিস পাঠিয়ে তলব করলেন কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিংকে। তবে রাকেশের তরফে এ নিয়ে এখন কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, গত ১৯ তারিখ নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ থেকে প্রায় ১০০ গ্রাম কোকেন সহ গ্রেপ্তার হন বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী। তিনি হুগলির যুব মোর্চার পর্যবেক্ষক পদে ছিলেন। পামেলা মাদক পাচারের সঙ্গে জড়িত, পুলিশের কাছে এই তথ্য ছিলই। তার ভিত্তিতে নজরদারি চালিয়ে শুক্রবার পামেলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরেরদিন তাঁকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে যুব নেত্রী বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, ‘এটা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ওঁকে গ্রেপ্তার করা হোক।’