আগামীকাল বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৫তম জন্মদিন। এইদিনটি শাহরুখ ভক্তদের কাছে প্রায় একটি উৎসব পালনের দিন। প্রতিবছর এই দিনে মুম্বইয়ে অবস্থিত শাহরুখের বাংলো ‘মান্নত’-এর সামনে ভিড় জমান হাজার হাজার শাহরুখ অনুরাগী। ‘মান্নত’-এর সামনে চলে শাহরুখ বন্দনা, কেক কাটা। প্রতিবার নিয়ম করেই শাহরুখ খান মান্নতের ছাদ থেকে মাথা পেতে তাঁর ফ্যানদের এই শুভেচ্ছা ও ভালবাসা গ্রহণ করেন ও হাত নাড়িয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে চলতি বছর যেহেতু অন্যান্য বছরগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, তাই সম্প্রতি কিং খান সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের উদ্দেশে অনুরোধ করেছিলেন এই বছর যেন তাঁরা মান্নত এর সামনে ২ নভেম্বর ভিড় না জমান। এই প্রসঙ্গে টুইটারে তিনি মজা করে লিখেছিলেন, ‘ ইস বার কা পেয়ার থোড়া দূর সে ইয়ার!’ বর্তমানে আইপিএল-এর জন্য সপরিবারে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন কে কে আর টিমের অন্যতম মালিক শাহরুখ খান। নিজেদের প্রিয় তারকার অনুরোধ রেখেছেন শাহরুখ অনুরাগীরা। শাহরুখের একটি ফ্যান ক্লাবের তরফে জানানো হয়েছে তাদের তরফে ভার্চুয়ালি শাহরুখের জন্মদিন পালন করা হবে। রবিবার মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বাংলো ‘মন্নত’ এর বাইরে থেকে লাইভ স্ট্রিমিং করবে তারা। এছাড়া ওই লাইভ স্ট্রিমিংয়ে শাহরুখ ভক্তরা দেখতে পাবেন কেক কাটা। পাশাপাশি ভার্চুয়ালি ব্যবস্থা করা হবে শাহরুখের বিষয়ে নানা রকম ক্যুইজ,ভার্চুয়াল সেলফি বুথ ও হরেক মজা। এছাড়াও ওই ফ্যান ক্লাবের তরফের জানানো হয়েছে শাহরুখের জন্মদিন আরো ভালোভাবে পালন করার জন্য ৫৫৫৫ টি কোভিড কিট সহ মাস্ক,স্যানিটাইজার বিতরণ করবে তারা। শুধু তাই নয়, একাধিক অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের সাহায্য পাঠাবার পাশাপাশি ৫৫৫৫ জনকে ভরপেট খাবারও খাওয়ানো হবে বলে জানানো হয়েছে ওই শাহরুখ ফ্যান ক্লাবের তরফে।