খেলা

রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স

রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতলেও প্লে অফে কোয়ালিফাই করতে এখনও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআরকে ৷ এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে কলকাতা নাইট রাইডার্স ৷ অধিনায়ক অইন মর্গ্যানের ৩৫ বলে অপরাজিত ৬৮ রানের ঝোড়ো ইনিংসের সুবাদেই বড় রানের স্কোর খাঁড়া করতে সক্ষম হয় কেকেআর ৷ একসময় ৯৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল কলকাতা ৷ সেখান থেকে একাই দলকে টেনে নিয়ে যান অধিনায়ক মর্গ্যান ৷ রবিবারের মরণ-বাঁচনের ম্যাচে কলকাতা দলে ফেরেন আন্দ্রে রাসেল। প্লে অফে ওঠার লড়াইয়ে ম্যাচ জিততে তো হতই ৷ পাশাপাশি নেট রান রেটের যতটা উন্নতি করা যায় ততোটাই ভাল ৷ ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কেকেআর ৷ ম্যাচের দ্বিতীয় বলেই নীতিশ রানাকে আউট করেন জোফ্রা আর্চার। দ্রুত উইকেট হারালেও শুভমান গিল নিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখেছিলেন রাজস্থানের বিরুদ্ধেও ৷ শেষপর্যন্ত ৩৬ রান করে আউট হন তিনি ৷ রাহুল ত্রিপাঠির সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ গড়েন গিল ৷ শূন্য রান করে প্যাভিলিয়ানে ফেরেন সুনীল নারিন ৷ তিনটে ছক্কা মেরে শুরুটা দুর্দান্ত করেছিলেন অ্যান্দ্রে রাসেল ৷ কিন্তু ১১ বলে ২৫ রানের বেশি করতে পারেননি তিনি ৷ পাট কামিন্স করেন ১১ বলে ১৫ রান ৷ এদিনও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ দীনেশ কার্তিক ৷ তেওয়াটিয়ার প্রথম বলেই আউট হন তিনি ৷