কলকাতাঃ ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা রিপোর্ট পজিটিভ এল টালা থানার ওসি ও অতিরিক্ত ওসির। দুই আধিকারিককেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। এর ফলে বাধ্য হয়ে ওই থানার দায়িত্বে আনা হয়েছে চিত্পুর থানার অতিরিক্ত ওসিকে। সূত্রের খবর, শুক্রবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে টালা থানার ওসির। তারপরেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওসি আক্রান্ত হওয়ায় দায়িত্ব নেন অতিরিক্ত ওসি। থানার অফিসার ইনচার্জ আক্রান্ত হওয়ায় বাকিদেরও নমুনা পরীক্ষা হয়। শনিবার অতিরিক্ত ওসিরও রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাঁকেও ওই একই হাসপাতালে ভর্তি করা হয়। থানার দুই শীর্ষ আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় ঠিক করা হয় চিত্পুর থানার অতিরিক্ত আধিকারিক আপাতত দায়িত্ব সামলাবেন। গোটা টালা থানা স্যানিটাইজ করা হয়েছে বলে খবর। আপাতত বাইরের কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।