প্রায় ১২ লক্ষ কৃষক কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি ঘেরাও করেছেন। ৫০০টি কৃষক সংগঠনের নেতৃত্বে গত ৫ দিন ধরে অবরুদ্ধ রাজধানী। পরিস্থিতি ঘোরতর বুঝে কোনও শর্ত ছাড়াই আন্দোলনকারী সংগঠনগুলির নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে তৈরি হয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রস্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে বারাণসী থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বার্তা দেন, কৃষি আইনে কৃষকদের ক্ষতি হবে না। তাঁর বার্তা উড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারী কৃষকরা। এখনও দিল্লিতে সেই বিক্ষোভ ঢোকেনি। তার আগেই দিল্লির সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। খাদ্য সংকট শুরু হতে চলেছে রাজধানীতে। এতেই দিল্লির বাসিন্দারা উদ্বিগ্ন।দাম চড়ছে হু হু করে। অন্যদিকে আন্দোলনকারী কৃষকদের জন্য হরিয়ানার কৃষকরা লরি লরি ফুলকপি, মুলো সহ সবজি পাঠাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি সরকার আইন বাতিল না করলে আগামী ৬ মাস দিল্লি ঘেরাও করা হবে। দিল্লির দিকে হাজার হাজার কৃষকের যাত্রা, মোদী সরকার বিড়ম্বনায়। বিক্ষোভ মিছিল চলছে তা আড়ে বহরে এখন জনসমুদ্র।