বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্বর্ণমন্দির। পরপর হুমকি মেল আসছিল শিরোমণি গুরদ্বারা প্রবন্ধক কমিটির কাছে। সেই ঘটনায় এবার হরিয়ানার ফরিদাবাদ থেকে এক যুবককে আটক করল পাঞ্জাব পুলিস। জানা যাচ্ছে, ১৪ জুলাই থেকে ৫টি হুমকি মেল আসে। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল অমৃতসরে। অবশেষে শুক্রবার শুভম দুবে (২৪) নামের ওই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারকে আটক করা হয়েছে। অমৃতসরের পুলিস কমিশনার গুরপ্রীত সিং জানিয়েছেন, পাঞ্জাব পুলিসের সাইবার ক্রাইম শাখার সাহায্য নিয়ে খোঁজ পাওয়া গিয়েছে ওই ইঞ্জিনিয়ারের। বিটেক ইঞ্জিনিয়ার শুভমের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এর আগে তার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ নেই। ঘটনার পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। গুরদ্বারা প্রবন্ধক কমিটির প্রধান হরজিন্দর সিং ধামি মনে করছেন, পুণ্যার্থীদের মধ্যেই আতঙ্ক তৈরি করতেই এই হুমকি মেল এসেছিল।


