বিদেশ

পর পর তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, মৃত ৮ পড়ুয়া সহ ২৫

পর পর তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান । রাজধানী কাবুলের একটি স্কুলে পর পর তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। তাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে আট জন শিশুও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সদ্য স্কুলের ক্লাস শেষ হয়েছিল। বাড়ি যাওয়ার জন্য গেটের বাইরে পা রাখতে শুরু করেছিল পড়ুয়ারা। তখনই বিস্ফোরণ ঘটানো হয়। 

স্কুলটি রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় এলাকা দাশত-ই-বার্চিতে অবস্থিত। এটি একটি এমন এলাকা যা প্রধানত হাজারা সম্প্রদায়ের অধ্যুষিত এবং পূর্বে জিহাদি ইসলামিক স্টেট গ্রুপের অন্যতম টার্গেট ছিল। তারাই এই ঘটনা ঘটিয়েছে কি না তা দেখা হচ্ছে, কারণ তালিবান শাসনাধীন আফগানিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল আইএসআইও। তবে তাদের সেই চেষ্টা বিফলে যায়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শিক্ষার্থীরা তাদের সকালের ক্লাস থেকে বের হওয়ার সময় মঙ্গলবারের বিস্ফোরণ ঘটে।