দেশ

প্রয়াগরাজে লাইনচ্যুত মালগাড়ি, উলটে গেল ৩টি কোচ

প্রয়াগরাজে লাইনচ্যুত হল মালগাড়ির তিনটি কোচ। প্রয়াগরাজে মালগাড়ির তিনটি কোচ লাইনচ্যুত হওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায়। বুধবার বিকেল ৩টে ৫ নাগাদ ওই  মালগাড়ির ১৭, ১৮ এবং ১৯ নম্বর কোচ লাইনচ্যুত হয়। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ওই লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যহাত হতে শুরু করে।