কলকাতা বিবিধ

দুটি ডোজ নিয়েও করোনায় আক্রান্ত পুরো পরিবার

 টিকার দুটি ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত পুরো পরিবার। সল্টলেকের এফডি ব্লকের বাসিন্দা সুরজিৎ মাজি ও তাঁর মা, বাবা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে, সুরজিৎ বাবুর বাবা গত ৭ জুলাই থেকে জ্বর অনুভব করেন। জ্বর বাড়ার পরই করোনা পরীক্ষা করানো হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে ১৩ জুলাই হাসপাতালে ভর্তি করতে হয়। সেদিনই সুরজিৎ বাবু এবং তাঁর মায়েরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। ১৭ জুলাই মায়ের অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ জুলাই শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়লে আইসিইউতে ভর্তি করা হয়।সেদিনই বাবা সুস্থ হয়ে যাওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তার একদিন পরই সুরজিৎ-র অক্সিজেনের মাত্রা এতই কমতে থাকে যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ২৫ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পান। সুরজিৎ বাবু পেশায় একজন স্কুল শিক্ষক। সংবাদমাধ্যমে তিনি জানান,নির্বাচনের আগে পোলিং ডিউটি পড়ার কারণে সে সময়ই তাঁর দুটি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছিল। এপ্রিলেই তাঁর মা, বাবার করোনার দুটি ডোজ নেওয়া হয়েছে। বাড়ির তিনজনকেই কোভিশিল্ড দেওয়া হয়েছিল।