নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডে সোমবার দোষী সাব্যস্ত তিন আসামির আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত পকসো আদালত । এই তিনজন হল রাকিবউদ্দিন মণ্ডল, জামিরুল আলি ও শাহজাহান আলি । যাবজ্জীবন সাজার পাশাপাশি এদের প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছেন পকসো আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায় । শনিবার ইকোপার্ক গণধর্ষণ-কাণ্ডে তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ সোমবার তাদের সাজা ঘোষণা হয় ৷ আদালত সূত্রে খবর, গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ১৮ জুলাই । সেদিন নিউ টাউনের ইকোপার্ক থানার সিলিকন ভ্যালি ফ্যাক্টরির সামনে নাবালক বন্ধুর সঙ্গে মোবাইলে গেম খেলছিল ওই নাবালিকা । এমন সময় দুই অপরিচিত ব্যক্তি সেখানে হাজির হয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় ৷ এরপর, দু’জনকে পাশের একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় । সেখানে ওই নাবালককে মারধর করা হয় । পরে সেখানে আরও একজনকে ফোন করে ডেকে আনে ওই দুই ব্যক্তি । এরপর নাবালককে আটকে রেখে তার সামনে একে একে তিনজন মিলে নাবালিকাকে গণধর্ষণ করে ৷ ঘটনার পর কোনওমতে সেখান থেকে পালিয়ে স্থানীয় এক বাসিন্দার সাহায্যে গোটা ঘটনাটি পরিবারকে ফোন করে জানায় নির্যাতিতা ও নাবালক । সেদিনই ইকোপার্ক থানায় তিন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ । গ্রেফতার করা হয় গণধর্ষণে অভিযুক্ত তিনজনকে । প্রায় 2 বছর 8 মাস মামলাটি চলে বারাসত পকসো আদালতে । পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে সোমবার দোষী সাব্যস্ত তিনজনকেই যাবজ্জীবন সাজা দেন বিচারক ।
