কলকাতার তথ্যপ্রযুক্তি হাব থেকে তিনটি নয়া রুটে বাস চালু করা হচ্ছে। সেইসঙ্গে হাওড়া এবং শিয়ালদার মধ্যেও একটি পুরনো রুটে ফের বাস চালু করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC)। তাছাড়া পিপিপি মডেলে যে বাস চালানো হচ্ছে, সেটার মাধ্যমেও নয়া রুটে একটি বাস চালু করা হল। যা মহেশতলা থেকে চালু করা হয়েছে। ইনফোসিস থেকে হাওড়া, ইনফোসিস থেকে ঠাকুরপুকুর, ইনফোসিস থেকে বাগবাজার রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। তিনটি রুটেই বৈদ্যুতিক বাস চলবে। যা কলকাতার তথ্যপ্রযুক্তি হাব যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। এতদিন কলকাতার তথ্যপ্রযুক্তি হাবে মাত্র দুটি রুটে বাস চালাত পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। একটি বাস চলত হাওড়া থেকে। অপর বাসটি বেহালা থেকে। এবার সেই তালিকায় আরও তিনটি বাসরুট যুক্ত হচ্ছে। তথ্যপ্রযুক্তি হাবের নিত্যযাত্রীদের বক্তব্য, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের বাসগুলি যে চালু করা হচ্ছে, সেগুলি যেন নিয়মিত পাওয়া যায়।