নিম্নচাপের জেরে মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে হাওড়া ও বাঁকুড়া জেলাতেও। হাওয়া অফিসের তরফে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা ও সংলগ্ন এলাকায় এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী সব জেলাতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।