বিনোদন

প্রকাশ্যে এল ‘গণপথ’-এ টাইগারের ফার্স্টলুক

টাইগার শ্রফের পরবর্তী ছবি ‘গণপথ’ নিয়ে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। এই ছবি টাইগারের জীবনের অন্যতম বড় প্রজেক্ট। বিকাশ বহল পরিচালিত এই ছবি একটি অ্যাকশন-থ্রিলার। শোনা যাচ্ছে এই ছবিতে টাইগারের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননকে। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন নূপুর। প্রকাশ্যে এল ‘গণপথ’-এ টাইগারের ফার্স্টলুক। “যখন আমি ভয় পাই, খুব মারি”, টাইগারের এই সংলাপটিই শোনা গেছে ‘গণপথ’-এর টিজার পোস্টারে। ব্যাকড্রপে যুদ্ধবিধ্বস্ত পরিবেশ। তার সামনে গ্রীক দেবতার মতো শরীর নিয়ে বসে আছেন টাইগার, তাঁর হাতে জ্বলন্ত সিগারেট। আগামী বছর থেকেই শুরু হতে চলেছে ‘গণপথ’-এর শুটিং। সব ঠিক থাকলে ২০২২ সালে মুক্তি পাবে টাইগারের এই ছবি।