জেলা

উপচে পড়া ভিড়, শিয়ালদহ শাখায় ট্রেন থেকে পা পিছলে পড়ে মর্মান্তিক মৃত্যু টিটাগড়ের যুবকের

শিয়ালদা স্টেশন সম্প্রসারণের জেরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জেরে প্রাণ গেল এক যুবকের। শুক্রবার টিটাগড়ের বাসিন্দা আলি হাসান (২২) নামে এক যুবকের চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়। ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকায় শুক্রবার কর্মস্থলে পৌঁছতে নাভিশ্বাস উঠেছে নিত্যযাত্রীদের। বিশেষ করে শিয়ালদহ মেইন, বনগাঁ ও হাসনাবাদ শাখার যাত্রীদের এদিন চূড়ান্ত নাকাল হতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে টিটাগড় স্টেশন থেকে ট্রেনে ওঠার চেষ্টা করেন আলি হাসান। তবে তখন ট্রেনের ভিতরে তিল ধারণের জায়গা ছিল না। ট্রেন চলতে শুরু করলেও দরজায় ঝুলতে থাকেন তিনি। কিছুক্ষণ পর খড়দা ও টিটাগড়ের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। অভিযোগ, এর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। তাঁদের দাবি, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবারের তরফে জানানো হয়েছে, যুবক টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকার বাসিন্দা। কাজে কলকাতা যাচ্ছিলেন তিনি। শিয়ালদহ স্টেশন সম্প্রসারণের কাজের জন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার বেলা ২টো পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের ১ – ৫ নম্বর প্ল্যাটফর্ম। এর ফলে বহু ট্রেন দমদম স্টেশন পর্যন্ত চলছে। কলকাতা স্টেশন থেকে ছাড়ে এমন ট্রেনগুলিকে কলকাতা স্টেশন থেকে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।