কলকাতা

বেফাঁস মন্তব্যের জেরে সাংসদ সৌগত রায়কে তলব  তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির

সময় ভালো যাচ্ছে না প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা তৃণমূল সাংসদ সৌগত রায়ের। সূত্রের খবর, বেফাঁস মন্তব্যের জেরে দমদমের প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়কে তলব করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। আগামী সাত দিনের মধ্যে তাঁকে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হবে । যতটুকু জানা যাচ্ছে, বারবার দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন এই বর্ষীয়ান সাংসদ । আর তাতেই সৌগত রায়ের উপর ক্ষুব্ধ দল । বর্ষীয়ান সাংসদকে সতর্ক করেও লাভ হয়নি । এমনই মত দলের শৃঙ্খলারক্ষা কমিটির । তাই সৌগত রায়ের সঙ্গে এবার সামনাসামনি কথা বলতে চায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি । প্রসঙ্গত, দিন কয়েক আগে দক্ষিণেশ্বর থানার উদ্বোধনে গিয়ে রাজ্যে মহিলা ‘নির্যাতন’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় সৌগত রায়কে । তিনি বলেন, ‘‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে নারী নির্যাতনের ঘটনা লজ্জার । তাঁর নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে, তবে সেটা আমাদের সকলের পক্ষে খুব লজ্জার হবে । পুলিশকে বলব নজর দিতে । এখানে একদম জিরো টলারেন্স করতে হবে । কখনও কোনও ঘটনা ঘটলে, কঠোরতম ব্যবস্থা নিতে হবে ।’’