জেলা

উত্তপ্ত দিনহাটা, তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে পরপর ৪টি গুলি চালাল বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা!

কিছুদিন আগেই দিনহাটায় এক বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুনের অভিযোগ উঠেছিল। এবার এক তৃণমূল প্রার্থীর স্বামীকে ঘিরে ধরে গুলি চালাল দুষ্কৃতীরা। সোমবার ওই ঘটনা ঘটেছে গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। গুলিবিদ্ধ আজিজুর রহমান। অভিযোগ উঠেছে নির্দল প্রার্থী হামিদুল হকের অনুগামীদের বিরুদ্ধে। আজিজুলকে ঘিরে পরপর ৪টি গুলি চালানো হয় বলে অভিযোগ। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন ডলি খাতুন। সোমবার দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন তাঁর স্বামী আজিজুর। সেইসম তাঁর বাড়ি থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে বেশ কয়েকজন ঘিরে ধরে মারধর করে। তারপরই তাকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। গুলির শব্দে জড়ো হয়ে যায় আসপাশের লোকজন। সঙ্গে সহ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে। জানা যাচ্ছে তার অপারেশনের প্রয়োজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তৃণমূলের জেলা সভাপতি ও দলের এক মুখপাত্র। জেলা সভাপতির দাবি, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরাই ওই কাণ্ড করেছে। এমনটাই দাবি পার্থ প্রতিম রায়ের।