দেশ

একসঙ্গে ৫০০টি বিমান কিনছে ইন্ডিগো

একসঙ্গে ৫০০টি বিমান কিনছে ভারতের জনপ্রিয় বানিজ্যিক বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। ফ্রান্সের বিখ্যাত এয়ারবাস কোম্পানির থেকে ৫০০টি ‘এ৩২০ ফ্যামিলি এয়ারক্রাফ্ট অর্ডার দিল ইন্ডিগো। দুনিয়ার কোনও একটি কোম্পানির এটাই একসঙ্গে সবচেয়ে বেশী এয়ারবাস কেনার রেকর্ড বলে জানিয়েছে ইন্ডিগো। ২০৩০-৩৫-র মধ্যে তাদের অর্ডার করা সব এয়ারবাস ইন্ডিগো পেয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিগোর এখন ৩০০টি বিমান বা এয়ারক্র্যাফ্ট আছে। দীর্ঘ ১৭ বছর ধরে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় বানিজ্যিক বিমান পরিষেবা দিচ্ছে ইন্ডিগো। দেশের ৭৫টি ও বিদেশের ২৬টি বিমানবন্দরে মেলে ইন্ডিগোর বিমান সফর পরিষেবা। প্রতিদিন ১০১টি গন্তব্যে ১৬০০টি বিমান চলে ইন্ডিগোর। ২০১১ সাল থেকে ইন্ডিগো ভারতের বিভিন্ন জায়গা থেকে বিদেশেও যাচ্ছে বিমান পরিষেবা চলছে।