অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাঁর। সন্ধেয় হঠাৎই তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। দলীয় কার্যালয়েই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসা শুরু করেছেন দুজন চিকিৎসক। কেন হঠাৎ অসুস্থ কামারহাটির তৃণমূল প্রার্থী তা দেখছেন চিকিৎসকরা। কামারহাটি পার্টি অফিসে আপাতত তাঁর চিকিৎসা চলছে।