কলকাতা

রাম নবমীর মিছিলে রিভলবার নিয়ে কেন গিয়েছিল বিজেপি? ভিডিও পোস্ট করে প্রশ্ন তুললো তৃণমূল

বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে অশান্ত হয় হাওড়ার শিবপুর ৷ রামনবমীর মিছিল ঘিরে অশান্তি নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রের দাবি রামনবমীর মিছিলে রিভলবার নিয়ে যাওয়া হয়েছিল ৷ ওই মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে বিজেপি কী করতে চাইছিল সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ একই সঙ্গে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছেন শাসক দলের অন্যতম তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ প্রসঙ্গত বৃহস্পতিবার ছিল রামনবমী ৷ সেই উপলক্ষ্যে একাধিক সংগঠনের তরফে রাজ্যের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করা হয় ৷ সন্ধ্যার দিকে হাওড়ার শিবপুরের সন্ধ্যাবাজার এলাকায় গোলমাল হয় ৷ অভিযোগ মিছিলকে লক্ষ্য করে কাঁচের বোতল ইটপাথর ছোড়া হয় ৷ এর জেরে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয় ৷ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ শুক্রবার জানা যায় যে এই ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শিবপুর হাওড়া বিগার্ডেন সহ একাধিক এলাকা থেকে এই অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷ এখনও এলাকার পরিস্থিতি থমথমে ৷ শুক্রবার এই নিয়ে একটি টুইট করেন কুণাল ঘোষ ৷ ওই টুইটে তিনি লিখেছেন ‘‘রামনবমীতে রিভলবার বিজেপি করছে কী বাংলাকে অশান্ত করার এত চেষ্টা । এগুলোকে খুঁজে গ্রেফতার করা হোক ।ওই টুইটের সঙ্গে দুটি ভিডিও শেয়ার করেছেন কুণাল ঘোষ ৷ দুটি ভিডিওই রামনবমীর মিছিলের ৷ তৃণমূলের দাবি, এই ভিডিয়ো বাংলার। একটিতে দেখা যাচ্ছে রাস্তার উপরে হলুদ পাঞ্জাবি পরা এক যুবক ডান হাতে রিভলভার নিয়ে আকাশের দিকে তুলে নাচছেন। অপরটিতে জিন্‌স, সবুজ টিশার্ট এবং মাথায় গেরুয়া ফেট্টি জড়ানো এক যুবক রিভলভার হাতে লরিতে চেপে যাচ্ছেন। ওই ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ ৷ গত বেশ কয়েক বছর ধরেই বাংলায় রামনবমী উপলক্ষে মিছিলের ধারা তৈরি হয়েছে। কোথাও কোথাও অস্ত্র নিয়েও মিছিল হয়। তবে সেই অস্ত্রের মধ্যে সাধারণত তলোয়ার, গদা, তির-ধনুক ইত্যাদিই দেখা যায় বেশি। কিন্তু তাই বলে রিভলভার! এটা তো ‘দেবতার অস্ত্র’ হতে পারে না? এই প্রশ্ন তুলেই বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতারা। অভিষেকের অভিযোগ, মিছিল থেকে দুই সম্প্রদায়ের মানুষকে পরস্পরের বিরুদ্ধে যাওয়ার উস্কানি দেওয়া হয়েছে। গোলামাল তৈরি করতে অস্ত্র সরবরাহ করা হয়েছে। সাম্প্রদায়িক উত্তজেনা তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা বলেও অভিযোগ করেছেন অভিষেক।উল্লেখ্য রামনবমীর মিছিল হোক কিন্তু তা নিয়ে যেন অশান্তি না ছড়ায় সেই আর্জি বৃহস্পতিবার দুপুরে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অন্যদিকে বিজেপির দাবি রামনবমীর মিছিলে হামলা তৃণমূলই পরিকল্পনা করে করিয়েছে ৷ সেই তরজায় শুক্রবার নতুন মাত্রা যোগ করেছে এই ২টি ভিডিও ৷”