কলকাতা

শুধু স্ত্রী নন, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর পরিবারের ১৩ জন চাকরি প্রাপকদের নাম সহ তালিকা প্রকাশ কুনালের

বাম আমলে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর কলেজে চাকরি কি আদৌ নিয়ম মেনে হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজনের পরিবারের পক্ষ থেকে শাসকদলের যাবতীয় অভিযোগ অস্বীকার করা হলেও বিতর্ক থামেনি। তার মধ্যেই আরও একটি তালিকা প্রকাশ্যে আনলেন শাসক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বাম আমলে পার্টির লোককে চিরকুটে চাকরি দেওয়া হয়েছিল বলে আগেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর পরিবারের সদস্যরা কোথায় কোথায় চাকরি করছেন বা করেছেন সেই সংক্রান্ত তালিকা প্রকাশ করল তৃণমূল। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে সেই তালিকা প্রকাশ করে তদন্তের দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ । এদিন টুইটারে কুণাল ঘোষ লেখেন, ‘সুজন চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে। সিপিএমের সূত্রেই বেরিয়েছে। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে। সুজনদা, তালিকা কি ঠিক? যদি ঠিক হয়, এতজনের চাকরি দৃশ্যত কি স্বাভাবিক? যদি তালিকা ভুল হয়, রটনা নিন্দার। যদি ঠিক হয়, তদন্ত হোক।’ তালিকায় সিপিএম নেতা সুজন চপক্রবর্তীর শ্যালিকা থেকে শুরু করে ভায়রা মিলিয়ে মোট ১৩ জনের নাম রয়েছে। যদিও সুজন চক্রবর্তীর তরফে এই বিষয়ে পাল্টা বলা হয়েছে, ভুল জিনিস নিয়ে জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।