৭ কেন্দ্রে দ্রুত উপনির্বানের দাবিতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদের প্রতিনিধি দল এই মর্মে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়েছিলেন। সেখানে ঘণ্টাখানেকের বৈঠক শেষে বেরিয়ে এসে তাঁরা জানান, যে আলোচনা হয়েছে তা ‘ফলপ্রসূ’। কমিশনের তরফে তৃণমূলের দাবি-দাওয়া শোনা হয়েছে। একই সঙ্গে পালটা কিছু সুবিধা-অসুবিধার কথাও উল্লেখ করেছে কমিশন। তবে সবশেষে আইন মেনে সময়ের মধ্যেই উপনির্বাচনের আয়োজন করা হবে বলে আশা করছেন রাজ্যের শাসক নেতৃত্ব। ভোট চলাকালীন রাজ্যে কোভিড পজিটিভিটির হার ছিল ৩০ শতাংশের কাছাকাছি। বর্তমানে যা নেমে এসেছে ১.৫ শতাংশে। ফলে এই পরিস্থিতিতে মাত্র ৭ কেন্দ্রে ভোটের আয়োজনে কোনও সমস্যা দেখছে না শাসক শিবির। এ দিন কমিশনের কাছে দরবার করে মূলত এই যুক্তিই খাড়া করা হয়। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র-সহ তাঁর গোটা টিমের সঙ্গে আলোচনা করেন তৃণমূল নেতারা। বেরিয়ে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্যে কোভিড সংক্রমণ যে তলানিতে এসে ঠেকেছে সেটা আমরা তথ্য দিয়ে বলার চেষ্টা করেছি। আমরা বোঝানোর চেষ্টা করেছি যে রাজ্যের মানুষ ৬ মাসের মধ্যে নির্বাচন চাইছেন। এটা করতে প্রচারের জন্য যদি অল্প সময় ধরে রাখা হয় তাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আপত্তি নেই।”