কলকাতা

অপরাজিতা বিলে রাজ্যেপালের স্বাক্ষরের দাবিতে রাজপথে তৃণমূল

রাজ্য বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা’ বিলে এখনই ছাড়পত্র দেবে না রাজভবন। রাজ্যপালের স্বাক্ষরের দাবিতে পথে তৃণমূলের মহিলা মোর্চা। বিধানসভায় ‘অপরাজিতা’ বিলে পাশ হয়েছে। এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। সেই দাবিতেই শ্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত মিছিল তৃণমূলের। অপরদিকে, আরেকটি মিছিল বেরিয়েছে যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত। আরজি কর আবহে নারী ও শিশুদের উপর নির্যাতন বন্ধে কোঠরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ‘অপরাজিতা বিল’ পাশ করান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত, রাজ্যের চাপে পড়ে রাজ্যপাল এই বিলটি দিল্লিতে পাঠিয়ে দেন। কিন্তু দু’মাস কেটে গেলেও এখনও আইন রুপান্তরিত হয়নি এই বিল। যার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে ঘোষিত দলের মহিলা সংগঠন পর পর দু’দিনের কর্মসূচিতে পথে নেমেছেন। শনিবার দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে থানার সামনে থেকে গোলপার্ক পর্যন্ত মহিলাদের মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্জ, সাংসদ মালা রায় ও চৈতালি চট্টোপাধ্যায়। মিছিল শেষ হয় গোলপার্কে। উত্তর কলকাতায় একই ইস্যুতে শ‌্যামবাজার থেকে হেদুয়া পর্যন্ত মিছিল করবেন তৃণমূলের মহিলারা। নেতৃত্বে থাকবেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্মিতা বক্সি, মালা সাহা ও সোহিনী মুখোপাধ‌্যায়রা।