কলকাতা

ফের জেল হেফাজত তৃণমূল নেতা আরাবুল ইসলামের

ফের জেল হেফাজতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। শুক্রবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তবে আরাবুলের আইনজীবীর তরফে জামিনের আবেদন জানানো হয়নি। ভাঙড়ে আইএসএফ কর্মী খুন, অস্ত্র আইনে মামলা, সরকারি সম্পত্তি ক্ষতি-সহ একাধিক অভিযোগ রয়েছে আরাবুলের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিকবার ভাঙড়ের নাম উঠে এসেছে শিরোনামে। সেই সময় উঠে আসে আরাবুলের নাম। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন আরাবুল। এর আগেও ১২ দিন জেল হেফাজতে ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। পুলিশ হেফাজত চাইলেও আদালত সেই আবেদন খারিজ করে। এবার আরও ১৪ দিন বাড়ল আরাবুলের জেল হেফাজতের মেয়াদ।