জেলা

৩২ জন নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল

দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় কর্মীদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বহিষ্কৃদের নাম ঘোষণা করে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব । মোট ৩২ জনকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে । তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের পর রাজনৈতিকমহলে জোর সমালোচনার ঝড় উঠেছে । আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রথম থেকেই বিভ্রাট চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে । ক্ষোভ এবং পালটা বিক্ষোভে সরগরম শিলিগুড়ির রাজনীতি। দলের টিকিট না-পেয়ে অনেকেই তৃণমূল নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দেন । সেই সময় জেলা নেতৃত্ব বিক্ষুদ্ধদের বোঝালে তাদের মধ্যে কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করে নিলেও অনেকেই তা করেননি । যাঁরা দলের নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করেননি তাঁদেরই এদিন বহিষ্কার করল জেলা তৃণমূল ৷ সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চেয়ারম্যান অলোক চক্রবর্তী ও অন্যান্যরা ৷ তাঁরা জানান, মোট ৩২ জন বিক্ষুদ্ধকে এদিন দল থেকে বহিষ্কার করা হয়েছে । বহিষ্কৃতদের মধ্যেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ছাড়াও বুথ কমিটির সদস্য বা সক্রিয় তৃণমূল কর্মীরা রয়েছেন । এই বহিষ্কার প্রসঙ্গে পাপিয়া ঘোষ বলেন, “দলের ঊর্ধ্বে কেউ নয় । কিছু বিক্ষুদ্ধ ফিরে এসেছেন । কিন্তু যাঁরা আসেননি তাঁদের সঙ্গে দল আর কোনওরকম সম্পর্ক রাখবে না । তাঁদের বহিষ্কার করা হল । ইতিমধ্যে বহিষ্কৃতদের নামের তালিকা রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছে ৷ দলবিরোধী কোনও কার্যকলাপ দল বরদাস্ত করবে না ।”