কলকাতা

‘মোটা ভাই ভোট নাই’, শাহের সভার আগে বিতর্কিত ফ্লেক্স শহরের বিভিন্ন রাস্তায়

অমিত শাহের সভার আগে শহরজুড়ে পোস্টার ‘মোটা ভাই ভোট নাই’ ৷ তৃণমূলের আইটি সেলের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে ৷ ছবি না দেওয়া থাকলেও এই পোস্টার কাকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে তা আর বুঝতে বাকি নেই কারও ! ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ রাজ্যে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তার আগে কলকাতা শহরের বেশ কিছু বেশ কয়েকটি রাস্তায় দেখা গেল এই পোস্টার, সৌজন্যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল ৷মঙ্গলবারই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন অমিত শাহের সভাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস ৷ এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, অমিত শাহ আসছে তো কী হয়েছে ! তিনি কি গব্বর সিং? কে গব্বর সিং আসছে? তাহলে মমতার জয়-বীরুও তৈরি আছে। এদের পায়ের তলার জমি নেই ৷ নিজেদের সংগঠনই চালাতে পারে না। অমিত শাহ জী আসছেন, তাঁর পায়ে পড়ে এরা কাঁদবে । একুশেও মোদি-অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন। এবার একা অমিত শাহ আসছেন । ২০০ পার এবার হবে পগার পার । ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পর শহরের বিভিন্ন প্রান্তে এই পোস্টার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূলের আইটি সেলের তরফে কলকাতা একাধিক মোড়ে লাগানো হয়েছে এই ফ্লেক্স । উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা মোটা ভাই ভোট নাই নামে পোস্টারে মুড়ে ফেলা হয়েছে । ধর্মতলা, মহাত্মা গান্ধি রোড, গিরিশ পার্ক, তালতলা মোড়, চাঁদনি চক মেট্রো, ডোরিনা ক্রসিং, হেঁদুয়া বিধান সরণি, সুকিয়া স্ট্রিট মোড়, রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রল পাম্প ও হ্যারিসন রোড প্রভৃতি নানান জায়গায় এই পোস্টার দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল আইটি সেল ।এই পোস্টার প্রসঙ্গে আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য বলেছেন, একুশে বাংলার মানুষ ইভিএমে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল বিজেপিকে । তারপর যতগুলি নির্বাচন হয়েছে ততবারই হারতে হয়েছে তাদের । এই অবস্থায় এই পোস্টার অমিত শাহ এবং তাঁর দলকে মনে করিয়ে দেবে একুশের ডেলি প্যাসেঞ্জারি করেও বাংলার মানুষের মন পেতে পারেননি তাঁরা । অতএব বাংলায় তাঁদের জন্য ভোট নাই ।