উপনির্বাচনের শেষবেলার প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত ভবানীপুর। বিক্ষোভের জেরে বাধ্য হয়ে প্রচার না করেই এলাকা ছাড়েন অর্জুন সিং এবং দিলীপ ঘোষ। তবে প্রচারে দেখা গেল না লকেট চট্টোপাধ্যায়কে। আর সে কারণেই হুগলির বিজেপি সাংসদকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন টুইটে কুণাল ঘোষ লেখেন, “বিজেপি বারবার বলা সত্ত্বেও ‘তারকা প্রচারক’ লকেট আপনি ভবানীপুর উপনির্বাচনের প্রচারে যোগ দেননি। বন্ধু হিসাবে আপনার ভাল চাই। যেখানেই থাকুন, ভাল থাকুন। পৃথিবীটা খুব ছোট। আশা করি পুরনো সেই দিনের মুহূর্তগুলো আবার ফিরে আসবে। সেই সময়টা যখন আপনি রাজনীতির ইনিংস শুরু করেছিলেন।” কুণাল ঘোষের টুইট ঘিরে ফের নয়া জল্পনা মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। প্রশ্ন উঠেছে, তবে কি সেই পথই অনুসরণ করবেন লকেট? আবারও তৃণমূলে ফিরবেন হুগলির বিজেপি সাংসদ? জল্পনা তুঙ্গে। যদিও দলবদলের জল্পনা ওড়ালেন লকেট। টুইটে পালটা কুণাল ঘোষকে খোঁচা দেন বিজেপি সাংসদ। তিনি কুলানকে বলেন, মমতা ভবানীপুরে হেরে না যান, আপনি সেটা দেখুন।