বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন শুরুর আগেই রক্তাক্ত পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর। কেশপুরের দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় চলছে পুলিশ পিকেটিং। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম উত্তম দলুই। পরিবারের দাবি, বুধবার গভীর রাতে বাড়ির সামনেই ওই তৃণমূল কর্মীকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ছুরি দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে কেশপুর হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ভোররাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, স্থানীয় পার্টি অফিসে কাজ করছিলেন উত্তম। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বিজেপির কর্মীরা। ভোটের আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে কেশপুরে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সমস্ত অভিযোগ নস্যাত্ করে বলেন, ‘ভোটের দিন অনেক কিছুই হয়। যে কোনও মৃত্যুই দুঃখজনক। এই মৃ্ত্যু রাজনৈতিক হিংসার কারণে নাকি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব খতিয়ে দেখতে হবে।’