দেশ

আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বেড়ে ৩০ জুন

ফের একবার আধার ও প্যানের সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র। আজ ৩১ মার্চই ছিল এই সংযুক্তিকরণের শেষদিন। শেষ মুহূর্তে সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন করা হয়েছে। এক বিবৃতিতে একথা জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতিতে  জানানো হয়েছিল, ৩১ মার্চের মধ্যেই আধার ও প্যানের সংযুক্তিকরণ করে ফেলতে হবে। এমনকি বিভিন্ন বিমা সংস্থার তরফে গ্রাহকদের কাছে বার্তা পাঠিয়ে বলা হয়েছিল, যদি প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে প্যানটি অকেজো ধরে নেওয়া হবে ৷ এবং পলিসির টাকা পাওয়ার সময় সমস্যা হবে৷ টিডিএস রেটের উপরেও তার প্রভাব পড়তে পারে ৷ একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা পর্যন্ত করা হতে পারে ৷ প্রসঙ্গত, অনলাইনে আধার নম্বরের সঙ্গে প্যানের লিঙ্ক করা যাবে। আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। এর পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটিস ডিপোজিটরি লিমিটেডের ওয়েবসাইট https://www.tin-nsdl.com/ -এ এই দুই পরিচয়পত্রকে সংযুক্ত করা সম্ভব। গত সপ্তাহেই সংসদে ফিনান্স বিল ২০২১ পাস হয়েছে। যেখানে ২৩৪এইচ ধারা যোগ করা হয়েছে। এই ধারা অনুযায়ী, কেউ যদি আধার কার্ডের সঙ্গে প্যানের সংযুক্ত না করেন তাহলে তাঁকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।