নাগাল্যান্ড মন জেলায় জারি কার্ফু। বিমানবন্দরে পৌঁছেও নাগাল্যান্ড যাওয়া হল না তৃণমূলের প্রতিনিধি দলের । শেষ মুহূর্তে সফর বাতিল করা হল দলের তরফে৷ তৃণমূল সূত্রে খবর, তারা মনে করছে যে নাগাল্যান্ডের এখন যা পরিস্থিতি, তাতে তাদের প্রতিনিধিদের আটকে দেওয়া হতে পারে সেখানকার বিমানবন্দরেই ৷ তাই শেষ মুহূর্তে বাতিল করা দেওয়া হল সফর৷