নাগাল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। যার মধ্যে এক জওয়ানও রয়েছেন। ঘটনার জেরে সোমবার সকালেও এলাকার পরিস্থিতি বেশ উত্তপ্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন-এ কার্ফু জারি করা হয়েছে। এদিকে জওয়ানদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে মন থানার পুলিশ। আজ মন জেলাতে যাচ্ছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। সূত্রে খবর, মন জেলায় সেনাবাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন। ১৪ জন সাধারণ নাগরিক এবং ১ জন সেনা জওয়ানের নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। গোটা ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী রবিবার রাতেই অসম ক্যাম্প ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই ধরনের ঘটনা রুখতেই প্রশাসনের কারফিউ জারি করার সিদ্ধান্ত বলে সূত্রের খবর। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর তিরু এবং ওটিং গ্রামে গুলি চালনার ঘটনায় সেনাবাহিনীর জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে নাগাল্যান্ড সরকার। এব্যাপারে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে একটি আদেশনামা প্রকাশিত হয়েছে। যেখানে স্পষ্টত জানানো হয়েছে, গত ৪ ডিসেম্বর তিরু এবং ওটিং গ্রামে গুলি চালনার ঘটনায় সেনাবাহিনী জড়িত রয়েছে। যার ফলে বহু নাগরিকের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।