গোয়ার সমুদ্র সৈকতে রহস্যজনক ভাবে মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল প্রতিনিধিরা৷ সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সৌগত রায় ও আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল ও তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফলেইরিয়ো প্রমুখ সিদ্ধি নায়েকের বাবা-মা’র সঙ্গে কথা বলেন৷ পাশে থাকার বার্তা দেন৷ পরে তৃণমূল নেতারা অভিযোগ করেন, রহস্যমৃত্যু মামলার তদন্তে বিজেপির সহযোগী দল ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে৷ মহুয়া মৈত্রর বলেন, ‘পরিবারটি তাঁদের মেয়েকে হারিয়েছে৷ পুলিশ কোনও তদন্ত করেনি৷ বরং, ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে৷’ ফলেইরিয়ো বলেন, ‘আইন মোতামেক পুলিশ ময়নাতদন্ত করেনি৷ একজন ডাক্তারই ময়নাতদন্ত করেছেন৷ যেখানে তিনজন ডাক্তারের থাকার কথা৷ এমনকী, ডাক্তার বলেনি, এটা আত্মহত্যা৷ অথচ, পুলিশ তড়িঘড়ি আত্মহত্যা বলে ঘোষণা করেছে৷ সিসিটিভি ফুটেজও রহস্যজনক ভাবে মিসিং৷ তা কীভাবে, কোথা থেকে হল? ১৯ বছর বয়সী সিদ্ধি নায়েক উত্তর গোয়ার নাচিলোনা গোমের বাসিন্দা৷ গত ১২ অগস্ট সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন৷ পরে পরিবারের তরফে কালানগুতে থানা নিখোঁজ ডায়েরি করা হয়৷ এরপরের দিন কালানগুতে বিচে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়৷ খুন ও ধর্ষণের অভিযোগে দেহের ময়নাতদন্ত করা হয়৷ আজ ২৫ অক্টোবর পানাজি থেকে তৃণমূলের প্রচার অভিযান শুরুর কথা ছিল। কিন্তু, প্রথমে অনুমতি দেওয়া হলেও পরে আইন-শৃঙ্খলা প্রসঙ্গ তুলে ধরে অনুমতি বাতিল করা হয়৷ এই নির্যাতিতার পরিবারে সঙ্গে দেখা করার এই ঘটনার বিরুদ্ধেও শান্তিপূর্ণ বিক্ষোভে শামিল হন৷ গোয়ার বেকারত্ব, আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য রাখেন তাঁরা৷ ২০২২-এ গোয়ায় বিধানসভা নির্বাচন। আগামী ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।