দেশ

প্রধানমন্ত্রী মোদি-শাহের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে সেবিকে চিঠি দিল তৃণমূল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে দ্বিতীয়বার সেবিকে চিঠি দিল তৃণমূল। আজ দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সেবিকে চিঠি দিয়ে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে শেয়ার বাজারে লগ্নির জন্য জনগণকে উৎসাহিত করার অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, লোকসভা ভোটের প্রচার পর্ব চলাকালীন টেলিভিশন চ্যানেলে শেয়ার বাজারে লগ্নি করার ব্যাপারে উৎসাহিত করেছেন মোদি-শাহ এবং তার ফলে লগ্নিকারীদের ব্যাপক ক্ষতি হয়েছে। সেবিকে দেওয়া চিঠিতে সাকেত গোখলে লিখেছেন, “গত মে মাসে লোকসভা নির্বাচনের সময়, উল্লেখিত দুই ব্যক্তি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে দুই ব্যক্তি সাধারণ মানুষকে ৪ জুনের আগে শেয়ার কিনতে বলেছিলেন। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ৪ জুনের পরের এক সপ্তাহে কী হবে দেখতে পাবেন। ৪ জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার দিন মানুষকে শেয়ার কেনার কথা বলতে বলতে লগ্নিকারীরা ক্লান্ত হয়ে পড়বেন । অমিত শাহ বলেছিলেন, ৪ জুনের আগে শেয়ার কিনে ফেলুন।” তাঁর দাবি, ৪ জুন ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর শেয়ার বাজরে ব্যাপক ধ্বস নামে এবং বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, সেবির নিয়ম অনুযায়ী, একমাত্র নথিভুক্ত করা উপদেষ্টারাই লগ্নির ব্যাপারে সাধারণ মানুষকে পরামর্শ দিতে পারেন। তবে এক্ষেত্রে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতাবলে দেশের মানুষকে উপদেশ দিয়েছেন।