জেলা

সমবায়ের ভোট ঘিরে উত্তপ্ত কাঁথি! অখিল গিরিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সমবায়ের ভোট ঘিরে দফায় দফায় উত্তপ্ত কাঁথি। কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোট শুরু হতেই অশান্ত হয় এলাকা। সকালে সুপ্রকাশ গিরির সঙ্গে ঝামেলা হয়। দুপুরে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির গায়ে হাত তোলার অভিযোগ। ডিএসপি আবু নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন অখিল। অখিলের অভিযোগ, বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছিল। তার প্রতিবাদ করায় গায়ে হাত তুলেছে পুলিশ। অখিলের বক্তব্য, রামনগর কলেজের সামনে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এ দিকে এই ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে অখিল-অনুগামীরা বিক্ষোভ দেখান। ১১৬ বি জাতীয় সড়কের উপরও বিক্ষোভ দেখায় তৃণমূল। কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। বেলা বাড়তেই পরিস্থিতি গরম হয় রামনগরেও। রামনগরের বিধায়ক অখিল গিরির অভিযোগ, ডিএসপির ধাক্কায় পড়ে যান তিনি। কোমরে, মাথায় অখিল চোট পান বলেও অভিযোগ তৃণমূল কর্মীদের। অখিল গিরি বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে। বিজেপি প্রার্থীদের কোনও অস্তিত্ব নেই। পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে।’ এই ঘটনায় বিজেপির তরফে দাবি করা হয়, পুলিশ অখিলবাবুদের সরকারের। তাদের হাতে যদি অখিল গিরিকে আক্রান্ত হতে হয়, তাহলে দায় তাদের। যদিও এখনও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।