জেলা

ভাঙড়ে বোমাবাজির ঘটনায় ফের নওশাদকে গ্রেফতারের দাবি শওকতের

লোকসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় । শুক্রবার ভাঙড়ের বানিয়াড়া গ্রামে বোমাবাজির পর ওই এলাকা পরিদর্শন করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা । সেখানে গিয়ে বলেন, “অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত । পাঁচজন আহত হয়েছে, তার মধ্যে একজন শিশু রয়েছে ।” শওকতের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগেও অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছিল । বৃহস্পতিবার ভাঙড়ের বানিয়াড়া গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে ৷ ঘটনায় গুরুতর আহত হন ১০ জন ।শওকত মোল্লা আরও বিস্ফোরক দাবি করে জানান, যত সমাজবিরোধী তাদেরকে একত্রিত করে বোমা বাঁধার কাজ করা হচ্ছে । এদেরকে পিছন থেকে অর্থের যোগান দিয়ে সাহায্য করা হচ্ছে আইএসএফের তরফে । রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই না করে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে ৷ ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনের আগে হয়েছিল ।উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বোমাবাজির ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ভাঙড়ের ভোগালি 1 এবং 2-এর বানিয়ারা গ্রামে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ।