দেশ

৯ ঘণ্টা টানা জেরার পর ইডি দফতর থেকে বেরলেন অভিষেক, বললেন জীবন দিয়ে দেব, মাথা নত করব না

‘এখনও ২৫ জন বিজেপি বিধায়ক লাইনে রয়েছেন, তাঁদের আমরা নিচ্ছি না

 সকাল ১১টায় ঢুকেছিলেন ইডি-র দফতরে। বেরোলেন রাত ৮টায়। প্রায় ৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি-র দফতর থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে বললেন, বিজেপির দিন শেষ হয়ে আসছে। প্রতিহিংসার রাজনীতি যত করবে ততই ধ্বংসের দিকে এগোবে বিজেপি। আমি সব কথা বলেছি। লিখিত জবানবন্দী দিয়েছি। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই। যাঁদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে এই এজেন্সিগুলি কিছু করেনি। কারণ তাঁরা একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। য়ারা বিজেপি-র বিরুদ্ধে লড়াই করেছে, তাঁদের চাপে রাখতে হবে, তাই এ সব করা হচ্ছে। আমি তদন্তকারী অফিসারদের অবস্থা বুঝি, ওঁদের কিছু করার নেই। ওদেরও চাপে থাকতে হয়। আমাদের ইচ্ছা করে আক্রমণ করা হচ্ছে।” অভিষেক মনে করিয়ে দিলেন, ”আরও জোরের সঙ্গে আমি বলছি, তৃণমূল প্রতিটি রাজ্যে যাবে। যেখানে বিজেপি আছে, আমরা যাব। লড়াই করব। আমরা অন্য দলের মতো ঘরে বসে থাকব না। জীবন দিয়ে দেব, মাথা নত করব না। তাঁর কথায়, “যে যা পারে করে নিক। ইডি-সিবিআই যাকে খুশি পিছনে লেলিয়ে দিক। ধমকে চমকে তৃণমূলকে আটকানোর চেষ্টা করুক। আমি বলে যাচ্ছি কেউ কিচ্ছু করতে পারবে না।”  আমরা ২০২৪ সালে বিজেপি-কে হারাবোই। এখনও ২৫ জন বিধায়ক লাইনে রয়েছেন। তাঁদের আমরা নিচ্ছি না”

https://www.facebook.com/banganews.net/videos/155556303412348