“চাকরি উৎসবের থেকে জরুরি নয় !” শারদীয়ার আবহে এই মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় ৷তাঁর কথায়, “চাকরি উৎসবের চেয়ে জরুরি নয় ! উৎসবের সঙ্গেও লক্ষ লক্ষ মানুষ যুক্ত থাকেন ৷ কয়েকজন লোক রাস্তায় বসে আছেন, আন্দোলন করছেন ৷ সে তাঁদের দাবি আছে, তাঁরা করতেই পারেন ৷ কিন্তু সেটা এত লোকের উৎসবকে ‘ডেসট্র্যাক্ট’ করবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে, এটা হতে পারে না ৷” খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে পোড় খাওয়া রাজনীতিকের মানবিকতা নিয়েও ৷ চাকরির দাবিতে একদল মানুষ দেড় বছরেরও বেশি সময় ধরে রাস্তায় বসে ধর্না দিয়ে চলেছেন ৷ রোদ, জল মাথায় করে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা ৷ আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য নিয়োগ থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে ৷ বদলে মোটা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা ৷ এখনও পর্যন্ত আদালতে এই সংক্রান্ত যতগুলি মামলা হয়েছে, তাতেও রাজ্য সরকার তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাকফুটে রয়েছে ৷ এমন প্রেক্ষাপটে সৌগতর মন্তব্য রাজ্যের শাসক শিবিরের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷