রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দিলেন দুই তৃণমূল প্রার্থী। এদিন মনোনয়ন পেশ করেন সুস্মিতা দেব ও নাদিমুল হক। সুস্মিতা দেব সংসদের দুই কক্ষেই কাজ করেছেন। নাদিমুল হক এই নিয়ে তৃতীয়বার প্রতিনিধিত্ব করছেন। সুস্মিতা দেব জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় সহ সকলকে ধন্যবাদ। তাঁরা আমাকে আবার রাজ্যসভায় পাঠাচ্ছেন। রাজনৈতিক ইতিহাসে উত্তর পূর্ব ভারতের রাজ্য থেকে পরপর দুবার এসে মনোনয়ন পেয়েছি। এটার একটা রাজনৈতিক মেসেজ আছে। আমাদের ৩ জন মহিলাকে মনোনয়ন দেওয়া হল।’ অপরদিকে নাদিমুল হক জানিয়েছেন, ‘এই নিয়ে আমার পরপর তিনবার হল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুযোগ দিয়েছেন বাংলার মানুষের জন্য সংসদে গিয়ে আওয়াজ তোলার। আবারও বাংলার ইস্যু নিয়ে সোচ্চার হব।’ একইসঙ্গে বিজেপির তরফ থেকে মনোনয়ন জমা দিলেন শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার।