দেশ

ত্রিপুরার তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে অপসারিত সুবল ভৌমিক

ত্রিপুরার রাজ্য সভাপতি সুবল ভৌমিককে পদ থেকে অপসারিত করল তৃণমূল। বুধবার সকালে বিবৃতি দিয়ে তৃণমূলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। গত বছর থেকে ত্রিপুরায় তৃণমূলের সংগঠন বিস্তারে বিশেষ নজর দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে সুবল ভৌমিককে সামনে রেখে ত্রিপুরায় সংগঠন সাজাচ্ছিল তৃণমূল। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তিনি তৃণমূলে থেকেও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে অভিযোগ। তাই আজ তৃণমূল সিদ্ধান্ত নিয়ে তাঁকে সরিয়ে দিল। তবে দলের তরফে বলা হয়েছে, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এখন থেকে সংগঠন দেখবেন।  গত বছরের জুলাইয়ে ব্রাত্য বসু, মলয় ঘটকের উপস্থিতিতে সুবল ভৌমিক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন।  কিন্তু দলে তাঁর বিরুদ্ধে তৈরি হওয়া অসন্তোষ এবং অবস্থান টালমাটাল হওয়ার ইঙ্গিত পেয়েছিলেন সুবলও। তাই গোপনে বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে খবর আসতে শুরু করে। শোনা যাচ্ছে, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার উপস্থিতিতে শীঘ্রই পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন সুবল।