কলকাতা

‘লকডাউনের বিধিনিষেধ ভাঙে, এমন কিছু করবেন না, সংযত থাকুন, আইনি পথে আমরা এই লড়াই লড়ব’, বার্তা অভিষেকের

 নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী এবং এক বিধায়ককে গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও। তাঁদের পাশে দাঁড়িয়ে তিনঘণ্টার বেশি সময় ধরে নিজাম প্যালেসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সিবিআই দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভ চলছে রাজভবনের বাইরেও। আর এই মুহূর্তে দলীয় কর্মী সমর্থকদের শান্তি বজায় রাখার বার্তা দিলেন তিনি। টুইট করে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে অভিষেকের আরজি, “লকডাউনের বিধিনিষেধ ভাঙে, এমন কিছু করবেন না। সংযত থাকুন। বাংলা ও বাংলার মানুষের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে শান্ত থাকুন।” তিনি আরও লেখেন, “বিচারব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আইনি পথে আমরা এই লড়াই লড়ব।”