কলকাতা

শনিবার কালীঘাটে তৃণমূলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপামোর বঙ্গবাসীর সমর্থন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী স্ট্র্যাটেজি। দুইয়ের মিশেলে ফের রাজ্যে সংখ্যাগরিষ্ঠ লোকসভা আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। দেশের পার্লামেন্টে বাংলা থেকে যাচ্ছেন মোট ২৯ জন তৃণমূল সাংসদ। জয়ী সাংসদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আগামী শনিবার কালীঘাটে বিকেল ৩টে নাগাদ মিটিং ডেকেছেন তিনি। দলের সমস্ত নব নির্বাচিত সাংসদদের সঙ্গে আগামী দিনের পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন তিনি। বৈঠকে থাকবেন ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ তথা দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টানা দেড় মাস দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন ৪২জন প্রতিনিধি। ব্রিগেড ময়দান থেকে দলের প্রতিটি প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। পরিচয় করিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে। গত প্রায় মাস দু’মাস ব্যাপী চলেছে প্রচার, মিটিং, মিছিল পথসভা থেকে শুরু করে নির্বাচনী স্ট্র্যাটেজি রূপায়ন করা।  জানা গিয়েছে ২৯ জন নব নির্বাচিত সাংসদদের নিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী দিনে সাংসদদের কী ভূমিকা হবে তা নিয়েও গুরত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর।