কলকাতা

ভূতুড়ে ভোটার রুখতে কড়া পদক্ষেপ, তালিকা যাচাইয়ের জন্য কমিটি গঠন

ভূতুড়ে ভোটার ইস্যুতে কড়া পদক্ষেপ শাসকদলের। দিন কয়েক আগে তৃণমূল ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ডাকা বৈঠকে ভোটার কার্ড যাচাইয়ের জন্য রাজ্য কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত বাতিল করেন। এবার ফের নতুন করে কমিটি গঠনের ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, প্রতিটি জেলা, ব্লক, অঞ্চল এবং ওয়ার্ড ধরে ধরে ভোটার কার্ড যাচাইয়ের কাজ হবে। একই সঙ্গে, জেলা স্তরে এই অভিযানের জন্য একজন সুপারভাইজারও নিয়োগ করা হবে। তবে তিনি এও স্পষ্ট করে দেন, সুপারভাইজার হতে পারবেন না জেলার সভাপতিরা। দলের তরফে জানানো হয়েছে, ১৬ এপ্রিল থেকে এই যাচাইয়ের কাজ শুরু হবে। নতুন কমিটি গঠনের ব্যাপারে অভিষেক জানিয়েছেন, ৪ এপ্রিল বুথ স্তরের কমিটি গঠনের কাজ শেষ হবে। পরে ২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে ৩০ সদস্যের ব্লক কমিটি গঠন হবে। অভিষেকের কথায়, “ভোটার তালিকা যাচাই এক-দু’দিনের কাজ নয়। বিধানসভা ভোটের আগ পর্যন্ত এই কাজ চলবে। তাই এই প্রক্রিয়ার তদারকির জন্য একজন বিশেষ ব্যক্তিকে নিয়োগ করা হবে।” ভোটার তালিকা যাচাইয়ে আইপ্যাকেরও বিশেষ ভূমিকা থাকবে ৷ তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, দল পরিচালনা এবং ভোটার তালিকা যাচাইয়ের কাজ দুটি পৃথক টিমের মাধ্যমে করা হবে। এক টিম অপরের কাজে হস্তক্ষেপ করবে না, সমন্বয় রেখে চলবে। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্র এবং দিল্লির উদাহরণ তুলে ধরে বলেন, “শুধু মহারাষ্ট্রের শহরাঞ্চলেই চার মাসে ৩৯ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছিলেন। এতে নির্বাচনের ফলাফল বদলে গিয়েছিল। আমাদের রাজ্যে এ ধরনের ভুয়ো ভোটার সংযুক্ত হওয়া আটকাতে হবে।” তিনি আরও জানান, ভোটার তালিকায় নাম সংযোজনের কাজ মনোনয়ন জমার ১০ দিন আগে পর্যন্ত চলবে। ফলে একবার যাচাই শেষ হয়ে গেলেই কাজ শেষ, এমনটা ভাবার কোনও সুযোগ নেই। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বিধানসভা ভোটের আগে পর্যন্ত। এদিকে, সুব্রত বক্সীর নেতৃত্বে গঠিত কমিটি বাতিল করে অভিষেকের নতুন কমিটি গঠনের সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।