বৃহস্পতিবার বাংলায় পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে ৷ তাই তৃণমূল কংগ্রেস এবার বন্ধ করতে চলেছে গ্রাম বাংলার মতামত নেওয়ার জন্য অধিবেশন কর্মসূচি । কারণ রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ার কারণে নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে । এই অবস্থায় নতুন করে এভাবে প্রার্থী ঠিক করার জন্য ভোট নেওয়া যায় না । তাই এই কর্মসূচি বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই তা জানিয়ে দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন শুক্রবারই শেষবারের জন্য বসতে চলেছে তৃণমূলস্তরের নেতানেত্রীদের নিয়ে অধিবেশন । তৃণমূল সূত্রে খবর অধিবেশনে গ্রাম বাংলার মতামত নেওয়ার পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত নিয়ে স্ট্র্যাটিজি ঠিক করতে বৈঠক করতে পারেন ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এপ্রিলের শেষ থেকে যে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন সেই কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ এই ‘গ্রাম বাংলার মতামত ৷ পঞ্চায়েতে কাকে প্রার্থী করা উচিত তাই নিয়ে এই কর্মসূচির মাধ্যমে মতামত নেওয়ার কাজ চলছিল ৷ ভোটের জন্য তা বন্ধ করে দেওয়া হলেও থামছে না অভিষেকের নবজোয়ার কর্মসূচি ৷ সেকথাও অভিষেক বৃহস্পতিবার জানিয়েছেন ৷প্রসঙ্গত গত এপ্রিলের শেষে কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার নবজোয়ার কর্মসূচির ৪৪তম দিন । উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে তিনি এখন নদিয়ায় রয়েছেন ৷ এ দিন নদিয়া জেলায় মূলত চারটি কর্মসূচি রয়েছে অভিষেকের । দুপুরে হাঁসখালি তারপর বিকেলে চাকদা হরিণঘাটা ও সন্ধ্যায় কল্যাণীতে চারটি কর্মসূচি হবে । তার পর নদিয়া থেকে উত্তর ২৪ পরগনা হয়ে দক্ষিণ ২৪ পরগনা যাবেন অভিষেক ৷ ওই জেলার কাকদ্বীপে শেষ হবে এই নবজোয়ার কর্মসূচি ৷ আর তা নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৬ জুন শেষ হতে চলেছে । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নবজোয়ারের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ।