জেলা

পুড়ল মুখ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের এলাকায় জয়ী তৃণমূল প্রার্থী

 বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের এলাকায় পঞ্চায়েত নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী।ওই বুথে জয়ী হলেন তৃণমূলের শিবানী দেউলি।  ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা দিলীপ ঘোষ। কুলিয়ানা ২৫ নম্বর বুথে বিজেপির কোনও প্রার্থী ছিল না। বিজেপির হয়ে কেউই মনোনয়ন পত্র জমা দেননি। ওই বুথে শেষমেশ নির্দল প্রার্থীকে হারিয়ে জিতলেন শিবানী। ২৪ ভোটে জয়ী হয়েছেন তিনি। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনা শুরু হতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করছে তৃণমূল। সবুজ আবির উড়তে শুরু করেছে জেলায় জেলায়। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণার দিকেই মুখিয়ে রাজ্যবাসী।