হিংসার বলি আরও এক তৃণমূল কর্মী। তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জখম অন্তত আট জন। শনিবার সকালে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদার মানিকচকে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয় বলে অভিযোগ। চলতে থাকে বোমাবাজি। চলে গুলি। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। মৃতের নাম মানেক শেখ। আরও আট জন তৃণমল কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে মানিকচক হাসপাতালে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসই খুন করেছে মানেককে। এই ঘটনার পরে এলাকা আরও অশান্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়ান তৃণমূল ও কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।