লাভপুরে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন । মৃতের নাম সহদেব বাগদি (45) । অভিযোগের তির বিজেপি-র দিকে । আজ সন্ধেয় ঠিবা গ্রামের প্রায় ২ কিলোমিটার দূরে মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখা যায় । স্থানীয় বাসিন্দারাই তাঁর দেহ দেখতে পান । খবর দেন পুলিশে । সহদেবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান । গলায় কোপ মারার চিহ্নও রয়েছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থানে লাভপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । পরে তা ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । তৃণমূলের অঞ্চল সভাপতি সাইন কাজি বলেন, “সহাদেব বাগদি আমাদের ঠিবা অঞ্চলের দলের কোর কমিটির সদস্য ছিলেন । বিজেপির চক্রান্ত করে কুপিয়ে খুন করেছে ।”