দেশ

ভোর রাতে ‘আক্রান্ত’ দেবাংশু-সুদীপদের এবার গ্রেপ্তার করল ত্রিপুরা পুলিশ

তৃণমূল যুব নেতাদের ওপর দফায় দফায় বিজেপি কর্মীদের হামলার ঘটনায় উত্তপ্ত ত্রিপুরা। রবিবার ভোর রাতে দেবাংশুদের গ্রেফতার করে পুলিশ। দলনেত্রীর নির্দেশে ত্রিপুরা রওনা দিয়েছেন কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসুরা। অগ্নিগর্ভ ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বিপ্লব দেব প্রশাসনকে তাঁর চ্যালেঞ্জ ক্ষমতা কুলালে তাকে আটক করুক।রবিবার নিজের টুইটার হ্য়ান্ডেলে তিনি লেখেন, বিজেপির হিংস্র গুন্ডাদের হাতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আমি ত্রিপুরায় আসছি। শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই চালিয়ে যাব। এটাই আমার অঙ্গীকার। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে আটকান। শনিবার দুপুরে তৃণমূল যুবনেতার ওপর গেরুয়া বাহিনীর গুণ্ডারা হামলা চালায়। দেবাংশুদের গাড়ি লক্ষ্য় করে ছোড়া হয় ইট। ঘটনার বিবরণ দিতে গিয়ে ফেসবুক লাইভে দেবাংশু বলেন, হামলায় তৃণমূল যুব নেতা সুদীপ রাহার মাথা ফাটে। রেয়াত করা হয়নি জয়া দত্তকে। তার গালে ও কানে চোট লেগেছে। লাইভেই সরাসরি বিপ্লব দেব প্রশাসনের উপর ক্ষোভ উগরে বলেন, জঙ্গলরাজ চলছে ত্রিপুরায়। এই হামলার প্রতিবাদে শনিবার রাত থেকে দেবাংশুরা অবস্থান বিক্ষোভে বসেন। রবিবার ভোরে তাদের গ্রেফতার করেছে পুলিশ। মহামারি আইন ভঙ্গ করা হয়েছে এই অভিযোগেই ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, বেলা ১১টায় তাদের কোর্টে পেশ করা হবে। এই আবহে রবিবার ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। রাজনৈতিক মহলের আশঙ্ক, তৃণমূল নেতাদের সফরে পরিস্থিতি আরও তপ্ত হবে।