কলকাতা

মূলস্রোতে ফেরাতে ২২০ জন প্রাক্তন মাওবাদীদের হোমগার্ডের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

 মূলস্রোতে ফিরে আসতে চান যেসব মাওবাদী, তাঁদের রাজ্য সরকারের বিভিন্ন পদে চাকরিতে নিয়োগ করা হল। সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রাক্তন মাওবাদীদের নয়, একটা সময় মাওবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের সদস্যদেরকেও চাকরি দিয়েছে রাজ্য সরকার। সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে তাঁদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, একটা সময় জঙ্গলমহলে প্রচুর মানুষ মাওবাদীদের হাতে প্রাণ হারিয়েছেন। যাঁরা আগে মাওবাদী ছিলেন, এখন জীবনের মূলস্রোতে ফিরে আসতে চান বা ফিরে এসেছেন তাঁদের পাশে আছে সরকার। এদিন এমন প্রাক্তন মাওবাদী বা মাওবাদী হামলায় মৃতের পরিবারের সদস্যদের মধ্যে মোট ২২০ জনকে স্পেশাল হোমগার্ড পদে চাকরিতে নিয়োগ করা হয়েছে। এঁদের মধ্যে পশ্চিম মেদিনীপুরে ১১০ জন, ঝাড়গ্রামে ৮০ জন, বাঁকুড়ায় ১১ জন এবং পুরুলিয়ায় চাকরি পেয়েছেন ১৯ জন। এই নিয়ে এখনও পর্যন্ত মোট দুই হাজার জনকে চাকরি দেওয়া হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে প্রাক্তন মাওবাদী রয়েছেন ১ হাজার ৩০০ জন। এবং ৫০০-র বেশি এমন মানুষ রয়েছেন যাঁদের পরিবারের কেউ না কেউ মাওবাদী হামলায় নিহত হয়েছেন।