কলকাতা

আজ উত্তরপ্রদেশে অখিলেশের হয়ে ভোট প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ, সোমবার বিকেলে লখনউ পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তাঁকে স্বাগত জানাবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব । মঙ্গলবার সপার দপ্তরে মমতা-অখিলেশ বৈঠকের পর হবে সাংবাদিক সম্মেলন। ওই সম্মেলন থেকেই উত্তরপ্রদেশের মানুষের কাছে বিজেপিকে হারানোর ডাক দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজনৈতিকভাবে মমতার এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ উত্তরপ্রদেশে বিজেপিকে অনেকটাই চাপে ফেলে দিয়েছেন অখিলেশ। যোগীর বিরুদ্ধে একের পর এক পালটা দিচ্ছেন সপা সুপ্রিমো। এমনকী নির্বাচনে বিভিন্ন সমীক্ষাও তাঁকে এগিয়ে রাখছে। ঠিক সেই সময় বিজেপি-বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর রাজ্যে প্রচারে ব্যবহার করতে চান অখিলেশ। কারণ একুশের বিধানসভায় বাংলায় তৃণমূলের বিরাট জয়ের পর থেকে জাতীয় স্তরে আরও উজ্জ্বল হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ। উল্লেখ্য, করোনার কারণে আসন্ন বিধানসভা ভোটে প্রচারের ক্ষেত্রে নানা বিধিনিষেধ জারি করে নির্বাচন কমিশন। তাই প্রতিটি দলই ভারচুয়াল প্রচারে জোর দিচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিক সম্মেলন থেকেই শাসক দলের বিরুদ্ধে সরব হবেন।