কলকাতা

এক ধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রি, আজ কলকাতার শীতলতম দিন

এক ধাক্কায় পারদ অনেকটাই নামল। পারদ পতন শুরু হয়েছিল গত সপ্তাহের শেষ দিক থেকে। পরবর্তী ২৪ ঘণ্টায় তা আরও কমেছে। আজ সোমবার মরসুমের সর্বোচ্চ শীতলতম দিন। আলিপুর হাওয়া অফিস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরে এখনও অবধি সব চেয়ে কম এবং রবিবারের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম।রাজ্যে বিভিন্ন জেলার তাপমাত্রাও আগমী দিনে আরও হ্রাস পাবে।রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের অন্যান্য রাজ্যেও পারদ পতন শুরু হয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশা। জানা গেছে, শীত আরও বাড়বে। আগামী দিন দুই তাপমাত্রা স্থির থাকলেও তার পরে আরও নামবে পারদ। অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে শীত পড়ছে মহানগরীতে। অন্যান্যবারের তুলনায় এবার অবশ্য একটু দেরি হয়েছে শীতের আগমনে। ঘূর্ণিঝড় জাওয়াদ এবং পশ্চিমি ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকতে পারেনি উত্তরে হাওয়া। আকাশ মেঘলা থেকেছে, আর্দ্রতাও ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। এবার মেঘ কেটে গেছে। এসেছে শীতের মজা উপভোগ করার সময়।